বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলিকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
আজ বুধবার এক বিবৃতিতে তারা বলেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।এর মাধ্যমেই প্রমাণ হয় সরকার গত কয়েক বছরে যুবলীগ, ছাত্রলীগকে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য,দুর্নীতিবাজ সংগঠন হিসেবে গড়ে তুলেছে। এধরনের অমানবিক, নিষ্ঠুর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর কোন ভাষা আমাদের জানা নেই।আমরা আবরার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, সরকারের সমালোচনা করে একটি ফেইসবুকে স্ট্যাটাস প্রদান করার কারণে আবরার ফাহাদের মত একজন নিরীহ নিরপরাধ মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেয়া যায় না, বরং সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীদের এ ধরনের নারকীয় হত্যাকান্ড দেশ ও জাতির জন্য অশনি সংকেত। ছাত্রলীগগের সন্ত্রাসের কারণে আজ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে।
অবিরামভাবেই দেশব্যাপী সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ। খুন করেও কোনো বিচার না হওয়ায় দিনদিন তারা আরও ভয়ংকর হয়ে উঠেছে। সর্বত্রই শোনা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। সরকারের প্রত্যক্ষ মদদ থাকায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। সরকারের আশ্রয় আর পুলিশের প্রশ্রয় ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছে।
তারা সরকারের প্রতি আহবান জানিয়ে আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগের সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। একই সাথে শিক্ষাঙ্গণে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সকল অপকর্ম বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীও জানান।
সর্বপরি নেতৃবৃন্দ বলেন,দেশপ্রেমিক আবরারের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। এবং আবরারের পিতা-মাতা সহ শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো এবং মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক কামনা করছি।