স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত এবং বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও সোনালী কাবিন খ্যাত আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন । আজ শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আতিকুর রহমান যৌথএক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। কবি আল মাহমুদ গতকাল রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তারা বলেন, তার মৃত্যুতে বাংলা সাহিত্য বিশেষ করে ইসলামী সাহিত্য ও সস্কৃতির জগতে যে বিরাট শুন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো সহজে পূরন হবার নয়।তার অবদানের জন্য তিনি স্বরনিয় হয়ে থাকবেন।
জাতীর এই দুর্দীনে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তার শুন্যতা আমরা গভির ভাবে অনুবভ করছি।আমরা দোয়া করছি আল্লাহ তায়ালা যেনো তার সকল নেক আমল কবুল করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।
তিনি কবির শোক সন্তপ্ত পরিবার-পরিজন,ভক্ত -অনুরক্ত ও সহকর্মীদের প্রতি গভির সমবেদনা জানান এবং দোয়া করেন আল্লাহ যেনো তাদের এই শোক সহ্যকরার তাওফিক দেন। কবি আল মাহমুদের দ্বীতিয় জানাযায় বাংলাদে শ্রমিক কল্যান ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক আব্দুস সালাম,কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজহারুল ইসলাম,কেন্দ্রীয় অফিস সম্পাদক আবুল হাসেম,ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট আলমগির হোসেন সহ অন্যান্য ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ।