উপমহাদেশের খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আবদুল গাফ্ফার খান (এজি খান) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৪ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বরগুনা জেলার কৃতিসন্তান, এশিয়ার অন্যতম খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আবদুল গাফ্ফার খান (এজি খান) ২৩ সেপ্টেম্বর দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসককে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, ডা. এজি খান এশিয়া মহাদেশের একজন খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি চিকিৎসাসেবার পাশাপাশি বহু জনসেবামূলক ও দীনী কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ইসলামী সমাজ বিনির্মাণের একজন শুভাকাক্সক্ষী এবং বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানার পৃষ্ঠাপোষক ছিলেন। তিনি অসংখ্য অসহায় দরিদ্র মানুষের সেবা করে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।