বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী দিনের ইনসাফপূর্ণ শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হলে দায়িত্বশীলদের মেধা, দক্ষতা, ও প্রজ্ঞার মাধ্যমে ইসলামী শ্রমনীতির আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
গতকাল শনিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত থানা সভাপতি ও ট্রেড ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগরী সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কবির আহমেদ। উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নির্বাহী সদস্য মোঃ নুরুল হকসহ গার্মেন্টস ও মহানগরীর আন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, ইসলামী শ্রমনীতির আন্দোলনের এ পথে আল্লাহ্ তায়ালার খাস রহমত, তাই নিজস্ব কর্মশক্তি, প্রচুর প্রবল জনশক্তি, যোগ্যতা, কর্মদক্ষতা, চিন্তাশক্তি ও হিকমত অবলম্বনের মাধ্যমে বিজয়কে প্রত্যক্ষ করা সম্ভব। সঠিক কার্যপ্রণালীর আলোকে কাজ না করলে, ধাপে ধাপে বুদ্ধিমত্তা ও সুনিপুণ কর্মকৌশলের অনুবর্তী হয়ে অগ্রসর না হলে ইনসাফপূর্ণ শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব হবে না। তাই যুগোপযোগী, বিজ্ঞানসম্মত ও কুরআন-হাদীসের আলোকে একটি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদের মেধা, দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে ইসলামী শ্রমনীতির আন্দোলনকে এগিয়ে নিতে হবে।