বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ট্রেড ইউনিয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকদের মৌলিক অধিকার। ট্রেড ইউনিয়ন হলো শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের একটি সংগঠন, যার মাধ্যমে শ্রমজীবী মানুষ তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার তুলে ধরতে পারে এবং তা আদায় ও সংরক্ষণের জন্য প্রয়োজনে লড়াই ও সংগ্রাম করতে পারে।কিন্তু নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব না থাকায় ট্রেড ইউনিয়নের প্রকৃত সুফল শ্রমিকরা পাচ্ছেনা। তাই আগামি দিনে মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষণে ইনসাফপূর্ন শ্রমনীতি বাস্তবায়নের অপরিহার্য হাতিয়ার হিসেবে নৈতিক মান সম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত লিডারশীপ ট্রেনিং প্রোগামে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় ট্রেনিং প্রোগ্রামে ট্রেড ইউনিয়ন, শ্রম আইন,শ্রমিক আন্দোলন, সংগঠন, শ্রমিক আন্দোলনের গুরুত্ব ইত্যাদি বিষয়ে উপর বক্তব্য প্রদান করেন ফেডারেশনের উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান, অধ্যাপক তাসনীম আলম,মাওলানা রফিকুল ইসলাম খান,মাওলানা এটিএম মাসুম, নুরুল ইসলাম বুলবুল,মাওলানা এ এইচ এম আব্দুল হালিমও ড. ছামিউল হক ফারকী,ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,গোলাম রাব্বানী ও মজিবুর রহমান ভূইয়া প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান রাজু, কোষাধ্যক্ষ মনসুর রহমান, দফতর সম্পাদক আবুল হাশেম,ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বাছির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, একদিকে মালিকরা মনে করেন ট্রেড ইউনিয়ন করলেই ঝামেলা পোহাতে হবে অপরদিকে শ্রমিকদের ধারণা ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন হলেই বড় নেতা হয়ে গেলাম। মুলত: ট্রেড ইউনিয়নের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে পারস্পরিক অধিকার নিশ্চিত করা।শ্রমিকরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে অার মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা সঠিক ভাবে বুঝিয়ে দিবে।এর মাধ্যমে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ তরান্বিত হবে। এটি না হলে ট্রেড ইউনিয়নের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে।
তিনি বলেন, সৎ নেতৃত্ব ছাড়া কোনোভাবেই শ্রমজীবী মানুষের ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন রাসুলের পথ অনুসরণ করে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের প্রয়াসে ময়দানে সংগ্রাম করে যাচ্ছে। সৎ ও দুর্নীতিমুক্ত ট্রেড ইউনিয়নের মাধ্যমে ইসলামী শ্রমনীতির সুফল শ্রমিক অঙ্গনে পৌছে দেওয়া সম্ভব।উক্ত লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর বাছাইকৃত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।