পরিবহন শ্রমিকদের নায্য দাবি আদায়ে সব রকম দলাদলি ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে অসৎ নেতৃত্ব উচ্ছেদ করে সুষ্ঠু ও গঠনমূলক ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে বলে মনে করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
গতকাল বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসের পরিচালনায় এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সিদ্দিকী, এইচ এম আতিকুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল হক,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোশাররফ হোসেন চঞ্চল। ঢাকা বিভাগ দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, গাজীপুর মহানগরীর সভাপতি খান মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।
পরিবহন খাতের কথা তুল ধরে তিনি বলেন, এই খাতকে ২০০৬ সালের শ্রম আইনের অধীনে আনা হলেও শ্রমিকদের কাজের ঘণ্টার কোনো নিশ্চিয়তা নেই। তাদের টার্গেট দেওয়া হয় এতগুলো ট্রিপ দিতে হবে। এতগুলো প্যাসেঞ্জার নিতে হবে। এটা সম্পূর্ণভাবেই বেআইনি। যা পৃথিবীর সব দেশে নিষিদ্ধ। তিনি বলেন, সড়ক পরিবহনে যথাযথ আইনের প্রয়োগ এবং সড়ক পরিবহনের কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে শ্রম আইনের বাস্তবায়নে এবং পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় সৎ নেতৃত্বের মাধ্যমে বলিষ্ঠ ট্রেড ইউনিয়ন প্রয়োজন।