খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, এবারে একই সাথে ভোট দেয়া এবং ভোট কেন্দ্রে পাহারার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি ‘ভোটারের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি’ এই শ্লোগান নিয়ে গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুমুরিয়া-ফুলতলা বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লা দিয়ে দিনের গণসংযোগ শুরু করেন মিয়া গোলাম পরওয়ার। এরপর তিনি চাকুন্দিয়া, মাগুরাঘোনা, আঠারোমাইল, চুকনগর, থুকরা বাজার, বরুনা বাজার, ছাতিয়ানি ও ফুলতলা উপজেলার শিরোমনি বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও ঊঠান বৈঠক করেন। এ সময় তার সাথে ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, উত্তর জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইমরান খালিদ, হাবিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইছহাক, মাওলানা মোকতার হোসেন, নাহিদ হাসান, মোশাররফ হোসেন আনসারী প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন,
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে, লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করা হয়েছে। লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি তো দুরের কথা, ২০ দলীয় জোটসহ অন্যান্য সকল বিরোধী দলীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম চালাতে দেয়া হচ্ছে না। তাদের কার্যক্রমে সকল পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। মামলা, হামলা, মারপিট, ভাঙচুর এবং বিরোধী দলগুলোর অফিসে তালা ঝুলানো থেকে শুরু করে সরকারি দলের পক্ষ থেকে ব্যাপক উগ্র সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি নির্বাচন কমিশনকে উল্লেখিত সকল বাধা দ্রুত অপসারণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। অন্যথায় এ নির্বাচন ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে এর দায়ভার বহন করতে হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, সকল প্রকার ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করার এই উদ্যোগে আপনারাও সক্রিয়ভাবে অবদান রাখুন। তাই দেশ ও জাতির স্বার্থে লেভেনপ্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জামায়াত-বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলার ইস্টার্ণ গেটে গণসংযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে ছিলেন ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম গাউসুল আজম হাদি, ডুমরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, জামিরা ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান, খুলনা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, গাজী মোর্শেদ মামুন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লা, বিএনপি নেতা নজরুল ইসলাম, ছাত্রশিবির নেতা ইমরান খালিদ, আজহারুল ইসলাম, কে এম সোলায়মান প্রমুখ।