আজ ২১ জানুয়ারী মানবজমিন পত্রিকার শেষ পৃষ্ঠায় “সংস্কারপন্থীদের জয়জয়কার” শিরোনামে যে ভিত্তিহীন মনগড়া রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২১ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মানবজমিন পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘সংস্কারপন্থীদের জয়জয়কার’ শিরোনামে যে অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী দল। জামায়াতে ইসলামীতে সংস্কারপন্থী বলে কিছু নেই। গঠনতান্ত্রিকভাবে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের যাকে যে দায়িত্ব প্রদান করা হয় তিনি সে দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করেন। নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে তা একান্তই রিপোর্টারের ব্যক্তিগত মনগড়া বক্তব্য ছাড়া আর কিছুই নয়।
মানবজমিন পত্রিকায় এ ধরনের কাল্পনিক রিপোর্ট প্রকাশ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের অসত্য, কাল্পনিক ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি মানবজমিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”