রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত এবং অর্ধশতাধিক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৮ এপ্রিল এক শোক বিবৃতি প্রদান করেছেনঃ-
শোক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার শিক্ষা সফরের ২টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনায় নাসিম, মিজানুর ও জুয়েল নামে ৩ জন নেতাকর্মী নিহত হন। এতে আরও অর্ধশতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই অনাকাঙ্খিত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
শোক বিবৃতিতে তিনি আরও বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাস-ট্রাক সংঘর্ষের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”