বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য সংগঠনের মত নিছক একটি শ্রমিক সংগঠন নয় বরং একটি কল্যাণকামী আন্দোলন ও সংগঠনের নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশন যেকোন জাতীয় দুর্যোগসহ আর্ত-মানবতার কল্যাণে এবং নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও সাধ্যনুযায়ী শ্রমজীবি মানুষের দুদর্শা লাগভে ফেডারেশনের কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ ধারাবাহিকতায় আর্ত-মানবতার কল্যাণকামীতার অংশ হিসেবেই ০১ থেকে ১৫ ডিসেম্বর দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালনের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালনের অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল শ্রমিকদের মাঝে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, লস্কর মুহাম্মদ তসলিম, কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুর হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না ও নুরুল আমিন, বিমানবন্দর থানা উপদেষ্টা এনামুল হক শিপন, সুজারুল হক সুজন, শ্রম সম্পাদক হামিদুর রহমান আজাদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, স্বাধীনতা পরবর্তী থেকে অদ্যাবধি বাংলাদেশে শ্রমিকের স্বার্থরক্ষার বিপরীতে নিয়মিত শ্রমিকের স্বার্থ হননের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকলেও তারা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের আন্দোলনের চেয়ে বরং দলসমূহের রাজনৈতিক কর্মসূচি পালনের হাতিয়ার হিসেবে শ্রমিকদেরকে ব্যবহার করছে। ফলে সমাজবাদ ও পুঁজিবাদের ব্যর্থতায় মেহনতি শ্রমিক সমাজ ইসলামী শ্রমনীতির নতুন ধারায় ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মূলত এ পথই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের জন্য উন্নত জীবনের নিশ্চয়তা দিতে পারে সেই লক্ষে ইসলামী আদর্শের পতাকাবাহী একমাত্র শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন জন্মলগ্ন থেকেই ট্টেড ইউনিয়ন সংগঠনের মাধ্যমে আন্তরিকতা, সততার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।