বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চালু করার জন্য দেয়া লিগ্যাল নোটিশের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৯ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় অধিকার ভোগ করে আসছে। কাউকে তার ধর্মীয় অধিকার প্রয়োগ করতে কখনো বাধা দেয়া হয়নি বরং সকলকেই তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে সহযোগিতা করা হয়ে থাকে। সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত ইস্যু। ২০১৬ সালের ২৮ মার্চ দেশের সর্বোচ্চ আদালত একটি রিট খারিজ করে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখেন। সুতরাং আইনগতভাবে মীমাংসিত রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চালু করার জন্য লিগ্যাল নোটিশ দেয়া অসাংবিধানিক ও আইনগত এখতিয়ার বহির্ভূত। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
আবহমানকাল থেকে বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ এক সাথে বসবাস করে আসছে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল দেশের ভাবমর্যাদা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চালু করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটি দেশের জনগণের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় সহিংসতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
সেইসাথে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”