গত ৭ ডিসেম্বর বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের শোক ও সমবেদনা জানাতে ৯ ডিসেম্বর সকালে তাদের পরিবারের সদস্যদের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সেক্রেটারি জেনারেল নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভুতি জ্ঞাপন এবং সান্ত্বনা প্রদান করেন। তিনি আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন । এ সময় তিনি নিহত এবং আহত ব্যক্তিবর্গের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। সেক্রেটারি জেনারেল নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য, আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
এ সময় সেক্রেটারি জেনারেলের সাথে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর শাখার আমীর জনাব মোঃ ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার আমীর জনাব মোঃ আব্দুর রহমান, সাবেক মহানগর নায়বে আমীর হাফেজ আবদুল হাই হারুন, হবিগঞ্জ জেলা শাখার নায়বে আমীর মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সেক্রেটারি জনাব মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জনাব কাজী মহসিন আহমদ এবং সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম ও জনাব কাজী আব্দুর রউফ বাহার, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব ইসমাইল হোসেন, ইউনিয়ন সদস্য জনাব জাহেদ আহমদ ও সাবেক ইউনিয়ন সদস্য জনাব আশরাফ আলীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।