বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মালিক ও সরকারের নেতিবাচক অবস্থান, সুবিধাবাদী শ্রমিক নেতৃত্ব, শ্রমিকদের মধ্যে সচেতনতার অভাব, সর্বক্ষেত্রে অতিমাত্রায় দলীয় ও রাজনীতি করণের কারণে শ্রমিক আন্দোলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি দেশি-বিদেশী করপোরেট পুঁজির আগ্রাসন আমাদের দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতার অন্যতম কারণ। সর্বশেষে করপোরেট পুঁজির অনুপ্রবেশ শ্রমিকদের সংগ্রামী চেতনা ও ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের তৎপরতাকে বাধাগ্রস্ত করছে। তাই আগামীদিনে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিক নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। গতকাল গাজীপুর মহানগরীর জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
ফেডারেশনের গাজীপুর মহানগরীর সভাপতি আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াকুব হোসেন প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, শ্রমজীবী মানুষদের একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে না পারলে একদিকে যেমন ট্রেড ইউনিয়ন বিরোধী শক্তিকে প্রতিহত করা যাবেনা তেমনিভাবে শ্রমজীবী মানুষের অধিকার অাদায়ে শক্তিশালী ট্রেড ইউনিয়ন অান্দোলন গড়ে তোলা যাবেনা।তাই অধিকার আদায়ে শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ শ্রমিক ঐক্য যে কোন দাবি আদায় ও অসম্ভবকে সম্ভব করতে পারে।