দেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, খুলনা জেলা ইমাম পরিষদের সুদীর্ঘকালের সভাপতি এবং খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মওলানা মোঃ সালেহ (হাফিজাহুল্লাহ)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
আলিয়া, কওমীসহ সব মহলের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি। ইসলামিক বিভিন্ন ইস্যুতে এবং ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে খুলনা অঞ্চলের ইসলামি জনতার আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সফল নেতৃত্বের উদাহরণ।
দেশে-বিদেশে অবস্থানরত বড় বড় আলেমের তিনি উস্তাদ। ইসলামী ঐক্যপ্রয়াসী, সদা হাস্যোজ্জল এই মুখলিস আলেমে দ্বীন রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার কাছে সম্মানীয় ও গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। খুলনা সার্কিট হাউস ঈদগাহ ময়দানের ইমাম ও খুলনা টাউন মসজিদের খতিব হিসাবে তিনি দীর্ঘদিন খুলনাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থানে আসীন হয়ে আছেন।
বেশ কিছুদিন পূর্বে উনাকে বাসায় দেখতে গিয়েছিলাম। অসুস্থ শরীরে তিনি আমাকে কাছে পেয়ে যেভাবে মহব্বতে জড়িয়ে নিয়ে হাসিমুখে প্রাণোচ্ছল হয়ে উঠেছিলেন- তা আমার জন্য তাঁর প্রানভরা দু’আ মনে করি।
উদার মনের এ বরেণ্য আলেমে দ্বীন আজ অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহান আল্লাহ তা’আলার দরবারে দ্বীনের এ মুখলিস খাদেমের সুস্থতা ও নেক হায়াৎ কামনা করছি। দেশে-প্রবাসে সকলের কাছে তাঁর জন্য খাছ দু’আর আবেদন জানাচ্ছি।
রহমানুর রহীম আল্লাহ পাক তাঁর আশু সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমীন।।