বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,রানা প্লাজা ধসের ঘটনার ছয় বছর পূর্ণ হলেও এখনো দুর্ঘটনায় আহত শ্রমিকদের অধিকাংশই কর্মহীন অবস্থায় রয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোও প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা করছে না। এই দীর্ঘ সময়ের মধ্যেও বিপুলসংখ্যক আহত শ্রমিকের বেকার থাকা, যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ না পাওয়ায় কর্ম-অক্ষম শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তার অন্যতম কারণ ইনসাফভিত্তিক শ্রমনীতি অনুপস্থিতি।গতকাল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালনের অংশ হিসেবে ঢাকা জেলা উওরের উদ্যোগে রানা প্লাজায় আহত কর্ম-অক্ষম শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।ফেডারেশনের ঢাকা জেলা উওরের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ঢাকা বিভাগ উওরের সভাপতি মনসুর রহমান, ঢাকা জেলা উওরের সাবেক উপদেষ্টা মাওলানা দেলোয়ার হুসাইন,ঢাকা জেলা উওরের উপদেষ্টা অধ্যক্ষ আফজাল হুসাইন প্রমুখ।
তিনি আরো বলেন, দুনিয়াবাসীকে মহানবী হযরত (সাঃ) যে শোষণমুক্ত অর্থনীতি বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন তা বিশ্বের শ্রমিক আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের জন্য এক সুস্পষ্ট দিক-নির্দেশনা। এ নীতি বাস্তবায়নের মাধ্যমেই পৃথিবীর শোষিত, নির্যাতিত, মেহনতী, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।যা বাস্তবায়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের উদ্যেশ্য করে বলেন তাই আসুন, মানবরচিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি কিংবা উভয় নীতির মিশ্রনীতির শোষণ-বঞ্চনা ও গোলামীর জিঞ্জির থেকে দুঃখী শ্রমজীবী মানুষের মুক্তির পথ রচনা করি বিশ্বমানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম -এর শোষণমুক্ত ইসলামী অর্থনীতির সফল বাস্তবায়নের মাধ্যমে।
ঢাকা মহানগর উত্তরঃ
দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উওরের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।মহানগর সভাপতি মহিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরে শ্রমিকদের মাঝে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।
সিলেট মহানগরঃ
দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালন উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আলী। এসময় স্থানীয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা উত্তরঃ
দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালন উপলক্ষে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা উত্তর সীতাকুণ্ড নির্মাণ শ্রমিক শাখার উদ্যেগে খাদ্য সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরন করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবুবকর । শ্রমিক নেতা একরামুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম রাজ ও নির্মাণ শ্রমিক নেতা সালাউদ্দিন।
নওগাঁ জেলা পূর্বঃ
দেশব্যাপী শ্রমিক সেবাপক্ষ পালন উপলক্ষে নওগাঁ জেলা পূর্ব শাখা চাতাল শ্রমিক ইউনিয়নের উদ্যেগে চাতাল শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।জেলা সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাতাল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগা পূর্ব জেলার উপদেষ্টা খন্দকার আব্দুর রকিব।