নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এড. আল ফারুক আব্দুল লতিফ, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য খয়রাত হোসেন বসুনিয়াকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০ এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১৯ এপ্রিল সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের বাসায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেখান থেকে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নেতৃবৃন্দ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিমের বাসায় গিয়েছিলেন। পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি করছে। রাজনৈতিক হয়রানী বন্ধ করে অবিলম্বে এড. আল ফারুক আব্দুল লতিফসহ গ্রেফতারকৃত সবাইকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”