মক্কা বিজয়ের দিন কাবায় প্রবেশ করে সর্বপ্রথমে কি করেছিলেন প্রিয় রাসূলুল্লাহ (ﷺ) ? কি সেই আনুপুর্বিক বর্ণনা?
রাসূল (ﷺ)-এর আহবান পেয়ে ছুটে এলেন বীর্যদীপ্ত হযরত ওমর ফারুক (রা)। তাঁর উপর ভার পড়ল কাবা চত্বরের মূর্তিগুলি ফেলে দেবার। দেয়ালে ছিল হযরত ইবরাহীম ও ইসমাইল (আ)-এর কল্পিত চিত্র। আরও এক স্থানে ছিল মেরীর কোলে যীশুর কল্পনার রুপায়ণ। সেগুলিও মুছে ফেলার নির্দেশ দিলেন রাসুলুল্লাহ (ﷺ)। যেগুলি উঠলোনা, যাফরানের পানি দিয়ে তা অবলুপ্ত করা হল।
তারপর পবিত্র কাবার ভিতরে প্রবেশ করলেন প্রিয় নবী রাসূলুল্লাহ (ﷺ)। তখনও ধাতব নির্মিত যে মূর্তিগুলো ছিল, হাতের লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর কপালে আঘাত করে করে উদাত্ত কন্ঠে তিলাওয়াত করলেন পবিত্র কুরআন মাজিদের এই আয়াতঃ
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
– সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত হল, মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী। (সূরা বনী ইসরাঈলঃ ৮১)
তারপর আবেগভরে প্রিয় নবী (ﷺ) কাবার প্রতিটি কোণে কোণে দিওয়ানার মতো দৌড়ে গেলেন এবং প্রাণভরে ‘ তাকবীর ‘ ধ্বনি দিলেন। বাইরে আশেকে রাসূল সাহাবীদের কন্ঠে সে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরল।