খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০ সেপ্টেম্বর এক বিবৃতি প্রাদন করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “১৮ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বোয়ালমারী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ (মূল)-এর সন্ত্রাসীরা মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বোয়ালমারী বাজারের কয়েকটি দোকান পুড়িয়ে দেয়। একই রাতে (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জোনের একটি টহল দল রাত সাড়ে ১০টায় একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের (মূল) নেতৃত্বে বাধা সৃষ্টি করে। একসময় ইউপিডিএফের সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। ওই গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায়।
তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা তিন পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা এবং চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।”