খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দুপক্ষের সংঘর্ষে ৪ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ১৬ জুলাই রাত সাড়ে ৮টায় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন লোক নিহত হয়েছেন। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি এ হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশে আইন আছে, আদালত আছে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু আইনের কোনো তোয়াক্কা না করে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে মানুষ হত্যা পৈশাচিকতার চরম বহিঃপ্রকাশ। নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এই সংঘর্ষের ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”