বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ” ইসরাইল ফিলিস্তিনের গাজায় আক্রমণ চালিয়ে ইসলাম ও মানবতাকে ধব্বংসের দিকে নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলামী নির্বাচন পরবর্তী সরকার আন্তর্জাতিক মহলের বিভিন্ন তৎপরতা পর্যবেক্ষন করছে।”
নীলফামারী জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মোহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, জেলা জামায়াতের সম্মানিত নায়েবে আমীর ডক্টর খাইরুল আনাম ও নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী গনতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। সকলকে আল্লাহর দেয়া যান ও মাল, সম্পদ এবং আমানতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আল্লাহর কাছে জবাবদিহীতার অনুভূতিকে সামনে রেখে ইসলামী আন্দোলনের জন্য রুকনগনকে নির্ভরযোগ্য খুঁটিতে পরিনত হতে হবে।”
মাওলানা আবদুল হালিম বলেন, “বিগত আন্দোলন ও সংগ্রামে নীলফামারী বাসীর ত্যাগ ও কষ্ট যেন আল্লাহ তায়া’লা নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন এই কামনা করি।”
তিনি সাবেক জেলা আমীর মরহুম এ্যাডভোকেট আবদুল লতিফ সাহেবের নীলফামারী জামায়াতের জন্য অসামান্য অবদানের কথা স্মরণ করে দোয়া করেন।
উক্ত সম্মেলনে দারস পেশ করেন ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।