বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রহিম, কাজীরবাগ ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলামসহ ৮ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“৩১ মার্চ সকাল ৯টায় ফেনী সদর উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রহিম এবং কাজীরবাগ ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলামসহ ৮ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলায় কোনো ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা আসন্ন পবিত্র মাহে রমযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আলোচনা সভা করছিল। এ ধরনের একটি সভা থেকে নেতা-কর্মীদের গ্রেফতার ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে মাওলানা আবদুর রহিমসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”