দেশের আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষকদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ এপ্রিল এক বিবৃতিতে প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র রমাদানের শুরুতেই দেশের আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে এবং রিমাণ্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।
রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করার এক অশুভ খেলায় মেতে উঠেছে সরকার। গত কয়েক দিনে সারাদেশে কয়েক শত আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের গ্রেফতার করা হয়েছে।
যে কোনো ইসলাম বিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেম-ওলামাগণের নৈতিক দায়িত্ব। তাদের এই নৈতিক দায়িত্ব পালনে বাঁধা দান এবং তাদেরকে গ্রেফতারের ঘটনা দুঃখজনক।
অবিলম্বে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষকদের গ্রেফতার এবং হয়রানি বন্ধ করে এবং গ্রেফতারকৃতদের মুক্তি প্রদান করে তাদেরকে পরিবারের সাথে রমাদানের রোজা পালনের সুযোগ দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”