নাটোর জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেনঃ-
“বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তৃতিতে মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিবৃতি প্রদানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও মহান আল্লাহর কাছে ধরণা দিয়ে দোয়ার আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী করোনা ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখার উপায় ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা সভার আয়োজন করছে। তারই অংশ হিসেবে ১০ মার্চ নাটোরে একটি জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫০ জন নেতা-কর্মী অংশগ্রহণ করে। সাবেক জেলা আমীর অধ্যাপক বেলালুজ্জামান এখানে কুরআন-হাদীসের ভিত্তিতে সচেতনতামূলক আলোচনা পেশ করেন। এই সামাজিক অনুষ্ঠান থেকে পুলিশ ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে। ১১ মার্চ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় ‘গ্রেফতারকৃতরা নাশকতা ও সরকার বিরোধী তৎপরতা চালানোর উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল। তাদের কাছ থেকে অনেক জিহাদী বই উদ্ধার করা হয়েছে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। তন্মধ্যে ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাদেরকে শিশু আইনে আটক দেখিয়ে যশোর কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতদের মধ্যে অনেকে উচ্চ-মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী।
অধ্যাপক বেলালুজ্জামান একজন স্ট্রোকের রোগী। তার বাম হাত ও বাম পা অচল। লাঠি ভর দিয়ে তিনি কোনোমতে চলাফেরা করতে পারেন। যে ব্যক্তি নিজেই চলতে পারেন না তাকে নাশকতার জন্য অভিযুক্ত করা সম্পূর্ণ হাস্যকর।
অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫০ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়ে সরকার চরম জুলুম করেছে। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশ ও জাতি যখন আল্লাহর কাছে ধরনা দিচ্ছে ঠিক সেই সময় সরকারের এই জুলুম নিতান্তই দু:খজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পরীক্ষার্থীসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।”