পাট শিল্পকে রক্ষার স্বার্থে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবীসহ আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ন্যায্য দাবী মেনে নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি,সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল মঙ্গলবার দেয়া বিবৃতিতে তিনি এই আহবান জানান।
তিনি আরো বলেন, খুলনায় শ্রমিকদের ৯ দফা দাবিতে পাট কল শ্রমিকদের যে আন্দোলন চলছে,তার সমাধান করা সরকারের দায়িত্ব। শ্রমিকরা মজুরি না পেয়ে অভুক্ত অবস্থায় উৎপাদন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়েই তারা উৎপাদন বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ৩০ হাজার। শ্রমিক আজ বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিক -কর্মচারী মানবতার জীবন যাপন করছে। যা সম্ভাবনাময় একটি শিল্পের জন্য হুমকি স্বরুপ।
তিনি বলেন, শ্রমিকরা তাদের বেতনসহ ন্যায্য দাবীর জন্য আন্দোলন করার করণে, জুট মিলের উৎপাদন বন্ধের আশংকা কোন ভাবেই মেনে নেয়া যায়না। পাট শিল্পের এই চরম নৈরাজ্যজনক অবস্থার জন্য দেশবাসী সরকারকেই দায়ী করছে। সরকার কিছুতেই এ নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টির দায়-দায়িত্ব এড়াতে পারেন না। পাট শিল্পে বিরাজমান সংকট সমাধানে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্ভাবনাময় পাট শিল্পের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান খুঁজে বের করুন। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ নয় দফা দাবী মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালায়সহ সরকারের প্রতি আহ্বান জানান।