প্রবীণ সাংবাদিক মাহফুজউল্লাহর ইন্তেকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক।গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,কেন্দ্রীয় সাধারন সম্পাদক আতিকুর রহমান এক যৌথ শোকবাণী প্রদান করেছেন।
শোক বানীতে নেতৃবৃন্দ বলেন, মাহফুজউল্লাহ একজন দেশপ্রেমিক সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ছিলেন। তার ক্ষুরধার লিখনী দেশবাসীকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। নেতৃদ্বয় বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১এর মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মাহফুজউল্লাহ অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে।
তারা বলেন, মতপার্থক্য বা মতবিরোধ থাকলেও প্রতিপক্ষের সাথে শিষ্টাচারের মধ্য থেকেই যে লড়াই করা যায় তারই উজ্জলতম উদাহরন হচ্ছেন মাহফুজউল্লাহ।তার ইন্তেকাল আমাদের সমাজের বড় ধরনের শূন্যতা সৃষ্টি করলো। এই শূন্যতা পূরণ অনেক সময়ের প্রয়োজন হবে।
তারা আরো বলেন, তার এই ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাভিভূত। আমরা দোয়া করছি আল্লাহ তায়ালা যেনো তার সকল নেক আমল কবুল করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।
তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন,ভক্ত -অনুরক্ত ও সহকর্মীদের প্রতি গভির সমবেদনা জানান এবং দোয়া করেন আল্লাহ যেনো তাদের এই শোক সহ্যকরার তাওফিক দেন।