দৈনিক সংগ্রাম কার্যালয় ভাঙচুর, সম্পাদকের উপর হামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করার কারণেই দৈনিক সংগ্রাম কার্যালয় ও সম্পাদকের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে।গতকাল এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় দৈনিক সংগ্রাম কার্যালয় ও সম্পাদকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করার কারণেই গতকাল দৈনিক সংগ্রাম কার্যালয় ও সম্পাদকের উপর হামলা করেছে। এ ধরনের হামলা সংবাপত্রের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী। সত্য কথা প্রকাশ করার কারণেই হামলা হচ্ছে। এ থেকেই বুঝা যাচ্ছে যে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু আছে? এসব ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের জনগণের জান-মালের নিরাপত্তা নেই।
তিনি বলেন, প্রবীণ সাংবাদিক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের উপর হামলার ঘটনা দুঃখজনক। সংবাদপত্র ও সাংবাদিকের উপর এ হামলা সংবিধান, বাক স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের ওপর এক বেদনাদায়ক আঘাত।মূলত তারা স্বাধীন মত প্রকাশের ঘোর বিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। যার পূর্বশর্ত হিসেবে মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়।
তিনি অনতিবিলম্বে দৈনিক সংগ্রাম কার্যালয় ও সম্পাদকের উপর হামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান,
দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নিঃশর্ত মুক্তিসহ পত্রিকা, সাংবাদিক ও সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।