প্রখ্যাত আইনজীবী কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে গত ২২ অক্টোবর রাত সাড়ে ১০ টায় গোয়েন্দা পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ ২৩ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই প্রখ্যাত আইনজীবী, কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ব্যারিস্টার মইনুল হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। এভাবে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে সরকার স্বৈরশাসন পাকা পোক্ত করতে পারবেনা।
বেআইনীভাবে নির্বিচারে গ্রেফতার অভিযান চালিয়ে সরকার জাতীয় সংসদ নির্বাচনের পথ রুদ্ধ করার যে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে তীব্র গণ-প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”