ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব গোলাম ফারুক এবং সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার ও সাবেক আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২১ জন নেতা-কর্মীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাদন্ড দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেনঃ-
“২০১২ সালে সরকারের দায়ের করা একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় ১১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর জনাব গোলাম ফারুক এবং সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার ও সাবেক আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২১ জন নেতা-কর্মীকে দুই বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে ২০১২ সালে এ মামলা দায়ের করেছিল। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার প্রশাসনকে ব্যবহার করে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে সাজা প্রদান করছে। আমরা সরকারের এ ধরনের ফ্যাসিবাদী কর্মকান্ড ও সাজানো মামলায় কারাদন্ড প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের হয়রানী বন্ধ এবং আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”