যশোরের গাজীর বাজারের শান্তিশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভাপতি জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল ৪ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৫ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “যশোর জেলার গাজীর বাজারের শান্তিশৃঙ্খলা রক্ষকারী কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল গত ৪ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত।
অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে নিহত আমিনুল ইসলাম সজলকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি ও তার শোক-সন্তপ্ত, পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”