রাজশাহী মহানগরীর “মসজিদ মিশন একাডেমির” লোগো পরিবর্তনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৯ ফেব্রুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র বড়কুঠি এলাকায় অবস্থিত ‘মসজিদ মিশন একাডেমির’ চাঁদ-তারা খচিত মসজিদের মিনারের সাথে কোরআনের আয়াত সম্বলিত লোগো ছিল। যার মাধ্যমে ইসলামি সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছিল। গত ১৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ অন্যায়ভাবে এটি পরিবর্তন করা হয়েছে। এটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের মধ্যমে মূলত তারা পবিত্র কোরআনের আয়াত ও ইসলামি চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এ সিদ্ধান্ত অযৌক্তিক ও ইসলামি মূল্যবোধের বিরোধী। আমরা তাদের লগো পরিবর্তনের এই অনৈতিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লোগো পরিবর্তনের এই অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”