রেলওয়ের সংশ্লিষ্টদের অবহেলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে রেল দুর্ঘটনা ঘটছে বলে মনেকরেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।গতকাল এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইটি ট্রেনের সংঘর্ষে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই কথা বলেন।
তিনি আরো বলেন, যোগাযোগক্ষেত্রের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম রেলওয়ে অসংখ্য দুর্নীতি, দলীয়করণ, অনিয়ম, অসঙ্গতি, সুষ্ঠু পরিকল্পনা, দেখভালে ও জবাবদিহিতায় স্বচ্ছতা না থাকা এবং রেলচালক ও কর্মচারীদের দক্ষতার অভাবে একের পর এক দূর্ঘটনার স্বীকার হচ্ছে,অসংখ্য মানুষ নিহত, আহত ও পঙ্গুত্ত্ব বরণ করছে।
তিনি আরো বলেন, ঢাকা-সিলেট রুটের কুলাউড়ায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর একে একে বেরিয়ে এসেছিলো ঝুঁকিপূর্ণ রেললাইনের ভয়াবহ চিত্র।মূলত তখন থেকে সরকারের পক্ষথেকে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং সরকারের কর্তাব্যক্তিদের খামখেয়ালীপনার কারণেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনায় অসংখ্য প্রাণ অকালে ঝরে গেছে। আহত হয়েছেন অসংখ্য যাত্রী। সরকারের এমন অকল্পনীয় উদাসীনতায় বিস্মিত, মর্মাহত।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অসংখ্য যাত্রীর হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি বিধান করা এবং এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবার-পরিজন ও আহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।