বগুড়ার কাহালুতে আফরিন জুট মিলে শিশু শ্রমিক আলালের পায়ুপথে পেটে বাতাস ঢুকিয়ে পৈশাচিকভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
গতকাল এক বিবৃতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
তারা আরো বলেন, রাষ্ট্র, সমাজ ও আমাদের সবার দায়িত্ব শিশুদের অধিকার রক্ষা করা। দেশের কয়েক লাখ শিশু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। গণমাধ্যমে বিভিন্ন সময়ে শিশুদের নির্যাতনের খবর আমরা পাই। কর্মক্ষেত্রে শিশুরা শিকার হয় শারীরিক ও মানসিক নির্যাতনের।আর এর মূল কারণ রাষ্ট্র ও সমাজ জীবনের দীর্ঘদিনের সন্ত্রাসের চর্চা ও বিচারহীনতার সংস্কৃতিই অন্যতম।
দেশে আইনের শাসনের অভাব থাকায়। এ ধরণের অপরাধ করার সাহস পাচ্ছে। অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।
তারা বলেন, হত্যার শিকার হওয়া শিশুদের জীবনের মূল্যকে কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। তারপরও তাদের বাবা-মা যেন ক্ষতিপূরণ পান, সেটি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যাক্তিদের নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার করতে হবে। সর্বপরি নেতৃবৃন্দ বলেন, শিশু শ্রমিক আলালের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। এবং আবরারের পিতা-মাতা সহ শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো এবং মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক কামনা করছি।