বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে শ্রমিক তাঁদের জীবন বাজি রেখে আমাদের এই সভ্য দুনিয়ার চাকা নিত্য সচল রাখেন, দেশের বৈদেশিক অর্থের জোগান দেন এবং শিল্পোন্নয়ন ঘটিয়ে আধুনিক মানুষদের আয়েশি জীবনের ব্যবস্থা করেন সেই শ্রমিক সমাজের জীবনযাপনের মান উন্নয়নে তেমন কোনো অগ্রগতি ঘটেনি।তাই আগামীতে শ্রমিকদের জীবন মান উন্নয়নে,তাদের অধিকার প্রতিষ্ঠায়, দুনিয়া ও আখেরাতে কল্যাণে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের অনিবার্যতা শ্রমিকদের মাঝে পৌঁছাতে সেক্টর দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় সেক্টর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মো: তসলিম, কবির আহমদ, মজিবুর রহমান ভূইঁয়া, আব্দুস সালাম, আলমগীর হাসান রাজু, ও আব্দুল্লাহ বাছির প্রমুখ।
তিনি আরো বলেন শ্রমিকরাই একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী শ্রমিক।আর এই বিশাল অংশ শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত। অধিকার হারা শ্রমিকদের যদি আমরা বোঝাতে পারি ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা সম্ভব তাহলে শুধু দেশ বা সমাজ নয় বরং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু বর্তমানে শ্রমিকরা জানেইনা ইসলাম তাদের কি অধিকার দিয়েছে।অাগামী দিনে শ্রমিকদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা ও শ্রম সেক্টরে কাঙ্খিত পরিবেশ গড়ে তুলতে হলে ইসলামি শ্রমনীতির প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। আর সেই লক্ষ্যে পৌঁছাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল সেক্টর দায়িত্বশীলদের সকল প্রতিকূলতার মাঝেও দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে।