বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শ্রমিকরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাদের সন্তানদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।
সমাজের অন্যান্য নাগরিকদের মত সুযোগ সুবিধা পেলে একদিন শ্রমিকদের সন্তানেরা মালিক হওয়ার পাশাপাশি শিক্ষিত হয়ে জর্জ-ব্যরিস্টার, ডাক্তার, রাজনীতি ও প্রযুক্তিবিদ হবে।
১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে অসহায় শ্রমিক পরিবারের এতিম সন্তানদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সভাপতি লস্কর মোঃ তসলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মহিবুল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহসভাপতি মো. আতিকুর রহমান, আব্দুল্লাহ বাছির ও এইচ এম আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন আব্দুল হাই, আবু হানিফ প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের দেশের শ্রমিকদেরকে সমাজে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন এবং অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এক শ্রেনীর মানুষ শ্রমিকদেরকে সর্বদা দাবিয়ে রাখতে চায়। আমরা বিশ্বাস করি, ইসলামী শ্রমনীতি সমাজে বাস্তবায়িত হলে শ্রমিকরা সমাজে সম্মানের সহিত বাঁচতে পারবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন বিগত দিনে যেভাবে মেহনতী শ্রমিকের পাশে ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। তিনি অসহায় শ্রমিকদের সন্তানদের মানুষের মত মানুষ হওয়ার জন্য সরকারের পাশা পাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।