শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশিলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সভাপতির বক্তব্য তিনি এই কথা বলেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,জনাব গোলাম রাব্বানি সহ নির্বাহী সদস্যবৃন্দ।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, দায়িত্বশীলদের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত হওয়া প্রয়োজন। পুঁজিবাদি ও সমাজতান্ত্রিক শ্রমনীতি শ্রমিক স্বার্থে ভাগ বসায়। একমাত্র ইসলামী শ্রমনীতি শ্রমিক ভাগ্যের পরশমনি এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি দেয়। চলমান রাজনৈতিক সহিংসতায় শ্রমিকরাই বেশি ভুক্তভোগী ও শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিক মারার রাজনীতি আমরা চাই না। আমরা বাঁচতে চাই, জীবনের নিরাপত্তা চাই।এ অবস্থা থেকে শ্রমিকরা বাঁচতে চায়।
তাই আজ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশিলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সর্বোপরি তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, ইসলাম সবচেয়ে শ্রমিকদের অধিকার দিয়েছে। বর্তমান রাজনীতির নামে পুঁজিপতি ও সমাজপতিরা শ্রমিকদের রক্তচুষে কোটিপতি বনলেও শ্রমিকরা আজো অসহায় জীবন যাপন করে। শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিকদের এগিয়ে নিতে দায়ীত্বশীলদের এগিয়ে আসতে হবে।