বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মঈনউদ্দিন আহমাদসহ ৯জন নেতা-কর্মীকে আজ ১৯ অক্টোবর সকালে এবং নড়াইল জেলা শাখার সেক্রেটারী জনাব আতাউর রহমান বাচ্চুসহ ৪জন নেতা-কর্মীকে গত ১৭ অক্টোবর বিকেলে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোওয়ার আজ ১৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মঈনউদ্দিন আহমাদসহ ৯ জন নেতা-কর্মীকে আজ ১৯ অক্টোবর সকালে এবং নড়াইল জেলা শাখার সেক্রেটারী জনাব আতাউর রহমান বাচ্চুসহ ৪জন নেতা-কর্মীকে গত ১৭ অক্টোবর বিকেলে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমান সরকার একতরফা নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসাবে নারায়ণগঞ্জ ও নড়াইলসহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একতরফা নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”