সিলেটে রায়হান আহমদ এবং ফেনীতে ইউনুস বাবু নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১২ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১০ অক্টোবর সিলেট মহানগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ নামে এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রায়হানের পরিবার অভিযোগ করেছে যে, রায়হানকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় যে, ভোর ৪টা ২৩ মিনিটের সময় অপিরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চাচ্ছে। টাকা দিলে তাকে ছেড়ে দিবে। ফজরের সময় রায়হানের চাচা তাকে ছাড়াতে পুলিশ ফাঁড়িতে যান। পুলিশ তাকে জানায় রায়হান এখন ঘুমাচ্ছে। আপনি পরে আসেন। তখন রায়হানের চাচা বাসায় ফিরে আসেন। ৯টার দিকে তিনি পুনরায় পুলিশ ফাঁড়িতে যান। পুলিশ সদস্যরা জানান, রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ছুটে গেলে তিনি জানতে পারেন, রায়হান মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রায়হান গণপিটুনিতে নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে।
অপরদিকে গত ১০ অক্টোবর ফেনী জেলার সোনাগাজী এলাকায় সেপটিক ট্যাংক থেকে ইউনুস বাবু নামে একজন শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। একটি আইফোনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ইউনুস বাবুকে গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ সকল হত্যাকান্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ, অপহরণ, খুন, গুম, ও দুর্নীতির কারণে গোটা দেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা বলতে আজ কিছু নেই। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছেই। মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে।
অবিলম্বে সিলেটে রায়হান আহমদ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ এবং ফেনীর ইউনুস বাবু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”