৭ আগস্ট সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের জীবনের আসল মালিক আমরা নই। এই জীবনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে তাঁর ইচ্ছা ও নিয়ম ব্যতিত আমাদের কোনো কিছুই করার নেই। বর্তমান বিশ্ব করোনা পরিস্থিাতিতে আমাদের দল-মত নির্বিশেষে সকলকেই চিকিৎসা সেবা দেয়ার সর্বোচ্চ মানসিকতা থাকতে হবে। যার যার অবস্থাান থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার চেষ্টা করতে হবে।
আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত আপামর জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে। নিজেদের মানউন্নয়ন ও জনশক্তির মান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানবতার সেবার মাধ্যমে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম ‘সালাত, আমানত ও মানবসেবার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জামায়াতের সদস্য (রুকন) দের আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের তাকিদ দেন।’
বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘সদস্য (রুকন) দেরকে তার দায়িত্বানুভূতি নিয়ে কাজ করতে হবে। সংগঠন পরিচালনায় সদস্যদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
বিশেষ অতিথি রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ডা. আব্দুর রহীম সরকার বলেন, ‘আমাদের কাজের ঘাটতিগুলোকে পূরণ করতে হবে। পরিকল্পিতভাবে কাজ আনজাম দিলে আমাদের ঘাটতিগুলো পূরণ হবে, ইনশাআল্লাহ।’
মেহমানবৃন্দ বর্তমান করোনা মহামারি থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।