বাংলাদেশী ২০ জন জেলেকে ১৫টি নৌকাসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৬ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ৫ নভেম্বর বিকেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি বৈদ্য পাড়া সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশী ২০ জন জেলেকে ১৫টি নৌকাসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। উল্লেখ্য যে, গত ৮ অক্টোবর নাফ নদী থেকে নৌকাসহ ৫জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরকে বাংলাদেশের নিকট ফেরত দেওয়া হয়েছিল। এসব ঘটনা বাংলাদেশের নিরাপত্তার উপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।
বাংলাদেশী জেলেদের নৌকাসহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”