৭ ফেব্রুয়ারি ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬-তম দিবস উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ইরান এর মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চ্যাভুসি রাজধানী ঢাকার ‘হোটেল ওয়েস্টিন’ এ এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী ইরানের মান্যবর এ্যাম্বেসডরের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গেলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ইরান ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।