বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সমাজসেবা হচ্ছে ইসলামের দাওয়াতের ভূমিকাস্বরূপ। রাসুল কারীম (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার ও তমসার বিপরীতে সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করেছিলেন সমাজে অবহেলিত-নির্যাতিত, সুবিধা বঞ্চিত ও দুঃখী মানুষের সেবার মাধ্যমে। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের জনশক্তিদের সেবার মাধ্যমে শ্রমিকদের দোর গোড়ায় পৌঁছাতে হবে। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়েব সাইটের নতুন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এই কথা বলেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ,সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান রাজু, আব্দুস সালাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক আবুল হাশেম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বাছির, ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট আলমগীর হুসাইন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, চারদিকে আজ শ্রমিকরা অধিকার বঞ্চিত ও নিপীড়িত।সমাজের সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের আহাজারী শোনা গেলেও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠিত না থাকায় এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। বস্তুত ইসলামী শ্রমনীতিই হচ্ছে একমাত্র নির্ভূল ও পূর্ণাঙ্গ শ্রমনীতি। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়, দুনিয়া ও আখেরাতে কল্যাণে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের অনিবার্যতা শ্রমিকদের মাঝে পৌঁছাতে হলে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।
পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়েবসাইট (www.sramikkalyan.org) উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।