বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সিদ্ধান্ত বাতিল ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্রাচ্যুইটির টাকা দেওয়াসহ ১১ দফার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চললেও এ পর্যন্ত শ্রমিকদের দাবি দাওয়া পূরণ হয়নি। মূলত সরকারের অবহেলায় পাটকল শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হচ্ছেনা বলে মনে করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকরা কতটা অসহায় হলে এই প্রচন্ড শীতে কাঁথা-বালিশ নিয়ে দিন-রাত অনশন কর্মসূচি পালন করছে। শ্রমিকরা অসুস্থ হয়ে পরছে, অথচ সরকারের দায়ীত্বশীল পর্যায়ে ব্যাক্তিরা পাটকল শ্রমিকদের ব্যাপারে একেবারেই উদাসীন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন আন্দোলনরত শ্রমিকদের যদি কোন সমস্যা হয় তাহলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, পাটকল শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারের সদিচ্ছাই সম্ভব। এই প্রচন্ড শীতে শ্রমিকদের কষ্টের কথা, তাদের পরিবারের কথা বিবেচনা করে অনতিবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান।